চুপচাপ রাত্রির এই কারাগার
ভেঙে কাছে পেতে চাই তোমাকে আবার
তোমার ভালোবাসা হৃদয়ে আমার
প্রশান্তি ঢেলে দেয় ভরা জোছনার।।
অভিমানী তারাদের সঙ্গ দিতে
ক্যানো তুমি বসে আছো ব্যালকোনিতে
অনুমতি মেলে যদি তোমার পাশে
তারা হয়ে বসে পড়ি একই আকাশে।।
অনুমতি মেলে যদি গান শোনাবার…
সংসার জীবনের এইতো নিয়ম
ভালোবাসাতেই থাকে সব উপশম
জানি তুমি ভালোবাসো আমারও অধিক
আমিই না হয় এক ব্যর্থ প্রেমিক।।
কাছে এসো ক্ষমা করে এ ব্যর্থতার…
১৩/১০/২২
মন্তব্য করুন