তারা ঝলমল ঐ আকাশ অতল / সাইফ আলি

তারা ঝলমল ঐ আকাশ অতল..
কোনো দৃষ্টি আজো যার পায়নি তল!
তার দিকে তাকিয়ে ভাবতে গিয়ে
গভীর অনুরাগে দু’চোখ বুজে
নিজেকেই কখন যে হারিয়ে ফেলি;
সেজদায় পড়ে থাকি মাথা গুঁজে।।

এই ঘন সবুজ, এই নীল আসমান
প্রজাপতির পাখা, পাখিদের গান
কার দান? বলো কার দান?
কে সে মহান, রহিম রহমান?
এ প্রশ্নের উত্তর পেয়েছি খুঁজে-
তাঁর সেজদায় পড়ে থাকি মাথা গুঁজে।

আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ
আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ…
কারো সন্তান নন তিনি, তাঁর সন্তান
নেই কোনো, একক, এ সব তাঁরই দান।

এই শাদা-কালো মেঘ, এই বৃষ্টির সুর,
ঘুম ঘুম রাত, এই সোনা রোদ্দুর
কার দান? বলো কার দান?
কে সে মহান, রহিম রহমান?
এ প্রশ্নের উত্তর পেয়েছি খুঁজে-
তাঁর সেজদায় পড়ে থাকি মাথা গুঁজে।

আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ
আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ…
কারো সন্তান নন তিনি, তাঁর সন্তান
নেই কোনো, একক, এ সব তাঁরই দান।।
তাঁরই সেজদায় পড়ে থাকি মাথা গুঁজে।

১২/০৮/২২

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: