অযথা তোমাকে আমি কথা দেবো না
কথা দেবো না ফিরে আসবোই
কথা দিতে পারি ভালোবাসবোই।।
চাঁদকে ভালোবেসে চকোর পারিনি হতে
ফুলকে ভালোবেসে হৃদয়ের মূল্যতে
বাগান কিনতে আমি পারিনি
তাই বলে ভ্রমরের কাছে কভু হারিনি
মধু না পিয়েই ভালোবেসেছি
বহুবার জোছনায় ভেসেছি, সুযোগ পেলে ভাসবোই।।
আমি এক মুসাফির, সফরসঙ্গী তুমি হবে কি?
না হলেও ক্ষতি নেই একাকী চলার দায় দেবোনা,
যতদূরে যাই আমি তোমাকে ভুলে যাবো ভেবোনা,
দূর থেকে ভালো ঠিকই বাসবোই।।
২২/০৮/২২
মন্তব্য করুন