কতদূর সমুদ্র নীল জলরাশি
চলো যাই উদাসী ঘুরে আসি ভালোবাসি তার ঢেউ
কতদূর পাহাড় চুড়ায় কি তার মেঘ জমে আছে
আনাচে কানাচে ভিজবো পাথুরে ঝিরিতেও।।
তুমি বসে আছো জানালায়
রাজপথ মাড়াচ্ছি আমি,
সবই তো আছে এখানে
নিজেকে বুঝাচ্ছি আমি।।
তবু কেনো বুঝছে না মন,
ঠেলছে কি মন তোমাকেও?
চলো যাই বনে খুব নির্জনে
দুটো পাখি হয়ে বসে থাকি পাতার আড়ালে,
এলোমেলো হাওয়া ফুলের সুবাসে
বুক ভরে দিয়ে যাক
গভীরে নিয়ে যাক
কি হবে দুজনেই হারালে?
২৩/০৮/২২
মন্তব্য করুন