কপালে ঘামের বিন্দু
দু’চোখে অথৈ সিন্ধু
হৃদয়ে গভীর ব্যথা
হায়, দু’ঠোঁটে মুচকি হাসি!
কি তোমার পরিচয়, কে তুমি;
এ কেমন অভিনয় তোমার?
মেঘেদের মতো চোখে কাজল
মেখেছো ক্যানো, তুমি কার
ইশারার দাসী?
তোমার দুধের নদী যার খোরাকী
তোমার কষ্টের কারণ ওরা কি?
পুড়িয়ে নিজেকে জ্বেলেছো যে আলো
জোনাকির প্রেমে সে কাকে হারালো
জানে না, প্রিয় মা…জননী,
তোমাকে বড় ভালোবাসি।।
২০/০৮/২২
মন্তব্য করুন