কুয়াশায় ঢেকে গেলে দৃষ্টি
আঁধার তো নয় তবু মনে হয়
পথ ভুলে ভুল পথে হাঁটছি
ওগো রহমান বর্ষণ করো তুমি
তোমার করুণা বৃষ্টি।।
জীবনের শত চাওয়া পাওয়া
না পাওয়ার ব্যথা
ভুলতে পারি না;
তোমাকে ভুলে যাই সহজেই!
ভাবতেই কুয়াশায় ঢেকে দেয় দৃষ্টি…
সহজ পথে কতো বন্ধু জুটে যায়
কঠিন পথে প্রিয় হাতটাও ছুটে যায়
তুমি থাকো পাশে
এই বিশ্বাসে
বন্ধুর পথও পাড়ি দেওয়া যায়।
তাই সেজদায় পড়ে বার বার করে
বলি প্রভু, তোমারই তো সৃষ্টি…
আমাদের উপর বর্ষণ করো
তোমার করুণা বৃষ্টি।।
২৩/০৮/২২
মন্তব্য করুন