চলো যাই সাগর সেচি
সময়ের পঙক্তি বেচি
হৃদয়ের মূল্য আমার জানা
আমি এক গরীব চাষি
তুমি কও ‘ভালোবাসি!’
কিভাবে মিটাই মোহোরানা…।।
আকলের অভাব পাখির
অযথাই স্বভাব পাখির ওড়া,
বৃষ্টি ঝড় বোঝে সে
বুননের খড় বোঝে সে
বোঝেনা কেবল ফুলের তোড়া।।
আগুনে পুড়লে পাখির ডানা?
মেঘে ঘাই দিচ্ছে হাওয়া
যা কিছু ইচ্ছে পাওয়া
না পেলেও নেই অভিযোগ কোনো
হৃদয়ের মূল্য বুঝি
চুকানোর উপায় খুঁজি
মিছে ক্যান এ জাল তুমি বোনো।।
তোমারও হিসেব নাকি জানা?
১৮/০৮/২২
মন্তব্য করুন