পাথর চুপ থাকে পাখিরা কথা কয়
পাখিরা কথা কয় শিকারী গুলি ছোড়ে
শিকারী গুলি ছোড়ে পাখির লাশ পড়ে,
পাখির লাশ পড়ে, পাখির লাশ পড়ে…
হঠাৎ একদিন পাথর কথা কয়,
পাখিরা চুপ থাকে পাথর কথা কয়!
সবাই বিস্ময়ে লাশের চারপাশে সেদিন জড়ো হয়,
কিভাবে চুপ থাকে পাখিরা আর সব
পাথর কথা কয়!?
পাথর চুপ থাকে পাখিরা কথা কয়
পাখিরা কথা কয় শিকারী গুলি ছোড়ে…
২১/০৮/২২
মন্তব্য করুন