কতো মূল্যে তুমি খুললে তোমার মনের দরজাটা
আমি গরীব কৃষক চাষবাস করে জোটাই খরচাটা
আমার সামর্থ্য নেই তদবির করি, লেখাপড়াটাও অল্প
তাই মুখে পুরে আজও জাবর কাটছি তোমার শেখানো গল্প
প্রিয়তমা, বহুদিন হোলো খবর তো নিলে না
আসলে তুমি তো কোনোদিনই এই গরীবের ছিলে না।
শিল্পপতির কদর বুঝলে আমলার বুকে শান্তি খুঁজলে
তন্ত্রে মন্ত্রে কে তোমার চেয়ে ভালো?
প্রিয়তমা, তুমি আঁচলে তোমার বুদ্ধিজীবীও পালো!
আগে এমন তো ছিলে না,
নাকি আমিই দেখেছি ভুল,
তুমি ফেস্টুন হাতে স্লোগান তুলতে ভুখার মিছিলে না?
তুমি চায়ের চুমুকে সতেজতা পাও, তৃষ্ণা মিটাও রক্তে
যেভাবেই হোক অধিকার চাও পরিচালকের তখতে;
হাজার পুরুষ তোমার জন্য লড়াই করেই ধন্য
আমি কাপুরুষ অজপাড়াগাঁর কৃষক, খুব নগন্য!
প্রিয়তমা,
আসলে তুমি তো কোনোদিনই এই গরীবের ছিলে না।
প্রিয়তমা, তুমি পুঁজিপতিদের বিবি হতে চাও, এতে কোনো আফসোস নেই
কেনো বার বার বলো, গরীব তাতে কি! স্বপ্ন দেখতে দোষ নেই!!?
তুমি স্বপ্ন দেখিয়ে ঘুমাতে পাঠাও শস্যের গোলা লুটতে;
ইশ, কোনোদিন যদি সত্যিকারের ফুল হয়ে তুমি ফুটতে!
প্রিয়তমা…
২৭/০৮/২২
মন্তব্য করুন