অস্তমিত সূর্য আমার থালায়
মাথার ওপর দিগন্তের ছেড়া ছেড়া মেঘ
আমার ডানে বর্ণহীন দিন বামে ভয়াল কালোবিবর
দূরে,সভ্যতার গোলাঘরে ডাকাতি চলছে প্রহরব্যাপী
বেলাশেষের হু হু হাওয়া সেই সংবাদ জানিয়ে গেলো যখন
তখনও লিখবো প্রেমের কবিতা?
বধির সাপের মতো দিবসের ঘরে নেমে এসেছে প্রলয়
ফসল তোলার স্বপ্নকে ঘিরে ধেই ধেই করে নাচছে বিনাশি প্লাবন
উঠানে প্রত্যাশার পায়চারী আর নেই,সেখানে অগ্নিবৃষ্টি নিয়ে যখন ধেয়ে আসছে কাপালিক ড্রোন,
তখনও লিখবো প্রেমের কবিতা?
বসন্তের সংবিধান সংশোধন করছে
কাকের সংসদ
স্বার্থের দাঁত দিয়ে ইদুঁরেরা কেটে ফেলছে হৃদয়ের অভিধান
বিবেকের পুণ্যপাত্রে প্রস্রাব করছে Bostor পুরোহিত
নারী ও নিসর্গ নিয়ে তুমুল জমেছে যখন প্রগতির দাবা,
তখনও লিখবো প্রেমের কবিতা?