তোমার দেয়া বিষই আমার বিষনাশক
তোমার তীব্রআঘাতগুলো আমাকে আগুন বানালো বলে
কোনো আগুন আমাকে আর পুড়াতে পারছে না!
নেকড়ের অরণ্যে আমাকে ফেলে দিলে বলেই
নেকড়েরা হয়ে গেলো আমার খাবার!
তুমি আমার সাথে কোনোদিন মন্দ আচরণ করোনি
অসুখে মরতে মরতে মরি না
কতো নিপুণ কুদাল আমার কবর খুড়ে চলছে!
কিন্তু বেলা শেষে দেখা গেলো অসুখই করে দিলো
আমাকে অজেয়!
এই যে আমাকে ফেলে দিলে বোয়াল মাছের যুগে
নিশ্চয় আনবে বলে বোয়াল শিকারের দিন!