হে দার্শনিক তোমার কথায়
মর্ম আছে সূক্ষ্ম
কিন্তু জগত এখন ভয়াল
জটিলতায় রুক্ষ
ফুলের চাষে লাগুক সবাই
এটাই তোমার মুখ্য
কিন্তু কীটের বিনাশ সাধন
জানো না হায় , দুঃখ !
হে দার্শনিক তোমার কথায়
মর্ম আছে সূক্ষ্ম
কিন্তু জগত এখন ভয়াল
জটিলতায় রুক্ষ
ফুলের চাষে লাগুক সবাই
এটাই তোমার মুখ্য
কিন্তু কীটের বিনাশ সাধন
জানো না হায় , দুঃখ !
মন্তব্য করুন