এভাবে না হয়, ওভাবেই হোক
দূরে ঠেলেও ভালোবাসো অন্তত
তুমি যখন প্রত্যাখান দিয়ে স্মরণ করো, আমি খুশি
তুমি যখন যন্ত্রণা দিয়ে খুশি হও, আমি খুশি
তুমি যখন তিলে তিলে পিষে ফেলো
তখন আমার আনন্দকে বিকাশের বিভূতি দাও
হত্যা করো যেভাবেই চাও
শুধু অমার চিৎকারকে করো শুদ্ধ
শুধু আমার রোদনকে করো প্রেম
মন্তব্য করুন