একটা সময় আসবে,বেদনা সঙ্গ দেবে এতো বেশি
মৃত্যুও কাছে আসবে না!
একটা সময় আসবে, নিজেকে বয়ে চলতে পরিশ্রান্ত
তোমার জন্মদিন তোমাকে ভুলে যাবে!
একটা সময় আসবে, দুঃসহ হয়ে উঠবে চেনা ব্যাকরণ
ভীষণ প্রিয় হয়ে উঠবে শেষ নিঃশ্বাস!
কিন্তু একটা দিন আসবে,যা ভুলিয়ে দেবে
সেই সব দিনের কথা
যেন তারা আসে নাই কোনো দিন!
মন্তব্য করুন