আজ রাতে তারাগুলো ঝুলে পড়েছিলো পৃথিবীর তারার বলয়ে
মর্ত্যের চাঁদের টানে বেসামাল হয়ে পড়ে
চাঁদের হৃদয়। ধূলোর উদর ছিঁড়ে বহির্গত হয়েছিলো একঝাঁক শুচিস্নিগ্ধ চারা
হরিৎ উপত্যকায় বাতাস মাতিয়েছিলো স্বপ্ননীল কস্তুরিহরিণ
চোখের ভেতরে তার দুলে উঠেছিলো আকুতির ঢেউ
যেসব মানবশিশু জন্ম নিলো আজ রাতে
তারাও কলকণ্ঠে মুখরিত করেছে পৃথিবীর পাড়া
আজ রাতে বাতাসের বুকে অলৌকিক পাখিগুলো
ডানা মেলে দিলো। দ্রাবিড় দিগন্ত থেকে আত্মার সোনাদানা
খুঁটে খায় তারা
নদীমাতৃক দেশটির কিনারে কিনারে,
মধ্যরাতে জেগে থাকা জনপদের নক্ষত্রের কাছে।
রাখে তারা হার্দিক অভিবাদন
বৃক্ষগুলো কক্ষপথে নক্ষত্রের সহগামী ছিলো
অজানা রহস্যে ঢাকা পড়ে যায় সবুজ পত্রপল্লব
নারকেলের বিনয়াবনত পত্রের মতো সুগভীর বেদনায়
আচ্ছন্ন হয়ে পড়ে মনের বিস্তার
আজ রাতে নিসর্গের শিরাতন্ত্রীগুলো অপার্থিব
ঢেউ তুলেছিলো। যেহেতু চিরপ্রেমিকের জিকিরমুখর
আজ রাতে পৃথিবীর চাঁদ-তারাগুলো
উদয়াস্তে জ্বালিয়েছে মুগ্ধ মনলেলিহান।
মন্তব্য করুন