সূর্যাস্ত মাথায় নিয়ে পথে নামছে সূর্যোদয়
আকাশ হয়ে আছে থমথমে রাগী
বৃষ্টির নামে সে ঝরাবে আর্তনাদ
গোলাগুলি আর কালো কাদা
ভূতুড়ে উপত্যকায় মৃত্যুর সঙ্গে শুয়ে আছে নিদ্রালয়
তোমরা তাকে বিদ্যালয় বলো না
অরণ্য থেকে পালিয়ে এসেছে পিছু ধাওয়া, ছোবল ও হুংকার
তাকে তোমরা যৌবন বলো না
মানুষের দিন-রাত্রি সাপের নিশ্বাস আর বিষে হয় লীন
এদিকে ঝিমুনির বাজারে চলছে ভাবের দোকানদারী?
কবিতে ধরেছে জং
কবিতায় জমেছে ধুলো
কবির মদির ঘুম পৃথিবীর জন্য লিখছে জাহাজডুবির কাহিন
কাকসংঘের কোরাস এখন বসন্তের সংগীত!
এই তো প্রতিটি নিদ্রালয়ে বালক-বালিকারা
কণ্ঠস্থ করছে কা-কা কা-কা
শুনতে পাচ্ছো?
মন্তব্য করুন