আমার শয্যার পাশে আমিন রাজু
এতই পাংশু কেন হাফিজ ভাই, এতই করুণ
মৃত্তিকার প্রজনন খুঁজে সৃজনবাযু
তাই তৃণের মিছিলে ঝড়ের মতো নামছে অরুণ
আমার অশ্রান্ত হাসিতে বাতাস থমকে গেলো
শিউরে উঠলেন কেবিনের রড বিপন্ন হাসির তাললয়ে
হ্যাঁ, বস্তুতান্ত্রিকতার চাকুনৃত্যে এখন হাসপাতালে হাসির
ছিন্নভিন্ন অভিধান।
ডাকলাম-‘বন্ধু!’ হার্দিক তরলতায় কাতর আওয়াজ,
আমরা এভাবেই হৃদয় ঝরিয়ে ডাকি বন্ধু বা মানুষকে
দেখো দেখো আমার খুলি
প্রতিদিন ওরা এতে হানাদার ক্যাসেট ঢুকাতে আসে
দেহের লাবণ্য লুটে শোষক কো¤পানী
সঞ্চিত শস্য গিলে কারুন মহাগ্রাসে
তাই মেরুতে মেরুতে বাজে আমার গুংগানী।
মন্তব্য করুন