খুঁজে পাচ্ছি না কোথাও
মৃত্তিকা নক্ষত্র অরণ্যের গর্ত
চন্দ্র কুয়োতলা বাগানের সব ফুল
পাহাড় সমুদ্র তছনছ করে
কোথাও পাচ্ছি না হৃদয় আমার
চিত্রপ্রদর্শনী, কবিতার শিবিরে, প্রাচীন সরলভোর
জ্যোৎস্নার দারুণ ঢেউ-নেই কোথাও
আয়াজের মতো আমি মাতাই মাঠের ঘাস
পাখির মতো নীলিমায় ছড়াই বুকের আগুন
নিখোঁজ নিখোঁজ বলে হাতড়াই মেঘের নাড়ভিুড়!ি
পেলাম না কোথাও
হৃদয়!
হৃদয়!
পেলামনা।
হে প্রভু আমার দওেয়ানা হৃদয়
তোমারই আলোয় তবে লীন হয়ে গেছে?