দুঃসহ রাত্রি এলে / মুসা আল হাফিজ

সমুদ্র বললো- না, তোমাকে ঘুমাতে দিলে
উত্তেজিত মাছগুলো শুরু করবে হৈ চৈ
আকাশ বললো- না, তোমাকে বুকে নিয়ে
তারার অবাধ্য ঝড় সামলাতে পারবো না
পাহাড় বললো- ক্ষমা করো ভাই, তোমাকে ধারণ করলে
আমার সুপ্ত লাভা দাউ দাউ করে জ্বলে উঠবে

অরণ্য, স্থান দেবে শুধু একটি রাতযাপনের
হরিণ বাঘের সাথে আমার মিতালী
চন্দ্র তুমি তো আমার বোন,
জ্যোৎস্নার পাঠি দাও একটু ঘুমাই
দোহাই, উদ্যান তুমি দেবে আজ ঠাঁই?
গোলাপের বুকে বাজে আমার রাগিণী
কেউই দিলো না ঠাঁই
না বোন, না স্বজন, না প্রেমাস্পদ

ঘরদোর নদীনালা, সুহৃদ আপন,
হরিয়াল ঘুঘু টিয়ে, প্রতিবেশী কাক
বাঁশঝাড় জনপদ, আত্মীয় বাগান

দুঃসহ রাত্রি এলে উঠানের নিশিগন্ধাসহ
সকলেই কেমন যেনো অচেনা হয়ে যায় !