মানুষের হৃদয় অন্ধকারের সর্পিল ছোবলে যন্ত্রণার চুল্লির মতো জ্বলতে
থাকবে আর কতোকাল? আর কতোকাল মানুষের কলজে ছেঁচে
রক্তস্বাদ নিয়ে থাকবে আধারাবৃত মত্ত হায়েনার জিভ?
আর কতোকাল চলবে বর্বরের আধিপত্য, লা¤পট্যের নৃত্য আর বুদ্ধির
ব্যভিচার?
অন্ধ রাত্রি থাকলে পশুপণা থাকবেই
অতএব, পশ্চিম থেকে ধেয়ে আসা অন্ধকারের হৃদয়হীন
দর্শনের বিরুদ্ধে আমরা জ্বালিয়ে দিয়েছি বিশ্বাসের বিদ্যুৎশিখা
নির্জীব রাত্রি সাপের উদরের মতো মৃত্যুগহŸরে ইতিহাসের
খুরের দাপটে কাঁপছে। একদিকে ঘোষিত হচ্ছে আশা ও আশ্বাসের
আযান, অপরদিকে আকাশের স্তরে স্তরে হতাশার আলকাতরা
সেঁটে দিচ্ছে দুঃসময়ের ক্যানভাসার
মানুষের মুখোশপরা জন্তুর মিছিলে প্রগতির নামে চলছে ইবলিশের শোরগোল
সেই শোরগোল আর কতক্ষণ?
আযানের শব্দগুলো উচ্চকিত হয়ে উঠছে সূর্যের রক্তে জাগা শপথের শিখার মতো
আযানের শব্দগুলো রাশি রাশি জ্যোৎস্নালোতে চারদিকে ছড়িয়ে দিচ্ছে
স্বপ্নীল সুবাতাস, আযানের শব্দগুলো দুর্দম বিদ্রোহে
ঘুমের অরণ্যে জাগায় আত্মার জলপ্রপাত।
সেই জলপ্রপাতের ধারা নতুন ঊষার গন্তব্যে এগিয়ে চলছে
অতএব বন্ধুগণ! সুসংবাদ গ্রহণ করো।