দর্শনে গন্ধকের নদী
উদয়ের চর হতে ছুটন্ত অফুরন্ত টানে
তরঙ্গে উচ্ছসিত সত্তার নিঃশ্বাস
স্রোতের ভিতরে ঘুর্ণিরা কুÐুলিভাঙা সাপের শব্দে ফুঁসফুঁস
আমি তো ওপারে যাত্রী
ভগ্নআশা ঝড়ের উপর ধাবমান আশার সাঁতার
কবে থেকে ছুটছি মনে নেই অন্ধকারে
কানে শুধু শব্দ বাজে
হয়তো তীর ভাঙার ধ্বনি
হয়তো বা তুফানের রোল
মনে হয় পেরুচ্ছি নদী
মনে হয় ডুবসাঁতারে গিলছি তুফান
এই কী নদী না ঐশ্বরিক উপহাস?
অস্তিত্বের এই ঝড়ে নিমগ্ন নদী তার
জলস্রোত আশার আওয়াজ?
মন্তব্য করুন