আল হাফিজকে হত্যা করো
আমি ঈশ্বর বলছি
দাঁড়িয়ে গেলো আরেক আল হাফিজ
আরেক, আরেক, দাঁড়ালো ক্রমাগত
‘কী দোষ তার?’
আমি হাসলাম। হাসি থেকে ঔদ্ধত্য ঝরে, ঝরুক
হাওয়ার ধমনী শিউরে ওঠে উঠুক
আমি ঈশ্বর তাই, হে নগণ্য আল হাফিজেরা!
হে দুর্ভিক্ষের কলশ্বন মিত্রজোট!
শতাব্দীর কল্লোল থেকে কিষাণদেহের গন্ধে
আকাশ-পৃথিবীতে ছড়াও স্বপ্নদানা
তোমাদের সামার টানে আমার শিকল ছিঁড়ে
মানুষ মানুষ রবে উড়ছে দোয়েল
অধিনস্ত সৌরলোকে তুমুল অনুরাগে
প্রতিটি নির্জনকে দাও সত্তার মহিমা। আমার
থাকলোটা কী প্রমত্ত চিৎকার ছাড়া?
হে সমতল ধুলো-বালির ইর্ষাতুর পিপঁড়েসারি!
আমার মহারাজ্যে নৈরাজের মহাদোষে কেন আজ
বাজবে না হত্যার নির্দেশ?
মন্তব্য করুন