মর্ত্যের মুক্তমঞ্চে গ্যেটের চিঠি পাঠে
দুপাশে চেয়ে দেখি আফ্রোদিতি পার্সিফোন
বিমল রেশম অথবা হৃদয় বোনার তাঁতে
নড়ে ওঠো চির তুমি অতল ফাগুন!
তোমার রক্তিম রাগে উড়ে সুখরেণু
সূর্যোদয় খোলে খিল সৃজনীধারার
অস্তাচল নুয়ে পড়ে চন্দ্র কামধেণু
স্বর্গাদপী মাতৃত্বের। একী পারাবার!
সুন্দরের রক্তজলে ইডিপাস ভাসে
রুমীর নৃত্যে জাগে আমার সৌরলোক
মত্তসাগর আর চাঁদোয়া আকাশে
কুড়ালে উত্তপ্ত রাতে মুগ্ধতার শ্লোক!
তোমার ক্লান্তির পাশে নৈসর্গিক তারা
উর্ধশ্বাসে পাঠ করে মন আত্মহারা
মন্তব্য করুন