আমি তো পেয়ালা দেখিনি
শুধু তার সুবাস পেয়ে হয়েছি বেহুঁশ
যে সেই পেয়ালা পেলো
সুমধুর আগুনে সে ভস্ম হলো চিরতরে
নিজেকে খনন করে ভেতরে একটি উনুন আবিষ্কার করেছি
হাজার বছর ধরে সে তৈরি হচ্ছে
তোমার আগুনে তপ্ত হবে বলে
এসো, দগ্ধ করো, জানাও নিজেকে
তুমি ছাড়া কে তোমাকে দেবে হে প্রকাশ ?
আমি শব্দ দিয়ে তোমাকে প্রকাশ করছি
প্রকৃত তোমাকে প্রকাশ না করার জন্যে
তোমার পেয়ালার মদ পান করবো বলে
পৃথিবীর মদ্যকে মেনেছি হারাম
মন্তব্য করুন