মেশিনে গুড়ানো হয় প্যাকেটে মোড়ানো হয়
পানিতে চুবানো হয়, পরে
আগুনে পোড়ানো হয় অনেক আদরে!
তাওয়া থেকে যেই মুক্তি পাই,
সকলের খাদ্য হয়ে যাই!
শ্রমিকের রুটি নেই,শ্রমিকই রুটি
রুটি খাওয়ার এক তরিকার নাম আমেরিকা!
আরো মজাদার নাম শিল্পবিপ্লব
কালো-ধলো কারখানা ও মস্ত মস্ত মাস্তির শহর!
বিশ্বায়ন সুন্দরীর সুতনুর তেজে ওগো উতলা সময়!
এ রূপসী শুধু রুটি খায়!
তার রুটির খনির নাম প্রাচ্য, কালোসোনা আফ্রিকা
বেশি বেশি কমমানুষের তৃতীয় জগত!
পৃথিবীর অগ্রগতি রুটি খেতে খেতে!
কায়দা করে রুটি খেতে খেতে বহুজাতিক কোম্পানি মুখ জোড়ায়,
বিশ্বব্যাংক চোখ ঘোরায়, প্রভুবিশ্ব দাসবিশ্বকে বুকে জড়ায়!
নেকড়েবিশ্ব রুটি খেয়ে নেকড়ে বিশ্ব হয়
ছাগলবিশ্বে ব্রা²ণ ছাগলেরা শুধু রুটি খায়!
মন্ত্রীপরিষদ, খাকি পোশাক, বিনিয়োগ বোর্ড, নগরভবন,
সম্পাদকের চেয়ার রুটি খায়
আশ্রম, আমলা, অভিনেতা, অফিসার সকল অভিসারে রুটি খায়…
সকলেই রুটি খায় সকল খানায়
নরমাংসে রুটি আর বৈজ্ঞানিক ঝুল
সভ্যতার পাতে বসে বসে!
মেশিনে গুড়ানো হয় প্যাকেটে মোড়ানো হয়
পানিতে চুবানো হয়, পরে
আগুনে পোড়ানো হয় অনেক আদরে!
তাওয়া থেকে যেই মুক্তি পাই, সকলের
খাদ্য হয়ে যাই!
মন্তব্য করুন