মার্কেটের লাগোয়া গলি
প্রতিবার দোকানে যেতে
গলিটায় মাতাল স্বার্থের ডানা ঝাড়া
কাকের ধূর্ত অন্ধকার চোখে পড়ে
অভিজাত অশ্বেরা, বাঘিনী সুন্দরীরা
তাদের কি প্রেম দরকার?
প্যান্ট-ব্লাউজের মতো
প্রণয় বদল তাদের লোভের আধুনিক জঙ্গমতা
তারা পরকীয়ায় জমেছে গলির অন্ধকারে
এই ভ্রষ্ট রাত, এই মত্ত মজমা
বেশ্যা টিটকারীতে কাঁপায় প্লাটফর্ম
তবু এই লাস্যময়ী
চেহারায় পাঁচ জনের লালার দাগ নিয়েও
লাবণ্যের কসম খেয়ে কী শুধাতে চায়?
দাঁড়ালাম বিবর্ণ ইতস্ততায়- কসম শুনালে যার, দেখাও তা কোথায়?
তোমার ঈর্ষাঠোঁটে নড়ছে সিফিলিস আর
খরামনে এ কোন ইপ্সা, ক্ষয়ী উন্মাদনা?
বসনদারিদ্রে এই শরীরের বেলেল্লা বাজার
এরই নাম স্বাধীনতা? নারী!