পথ বা জীবন নয়, যেন মত্তরণ
চলছি ভেঙ্গে-গড়ে!
এগারোটি পথমুখে প্রাচীর দেখে
অবশেষে এটাই ছিলো দৃশ্যমান বিকল্প
বাড়ি ফেরার।
অদ্ভুত আলো-আঁধারি,
অন্তহীন কোন সাগরের প্রশান্তি থেকে আলো
আর কারো নির্লজ্জ ফুঁৎকার থেকে আসছে উল্লসিত আঁধার
যেনো নিঃশব্দ সংঘর্ষের গর্জনে এখনি কেঁপে উঠবে
মেঘের শহর। এখনি ভয়াবহ স্তব্ধতা খান খান হয়ে যাবে
পাথর বর্ষণে।
তারার তীর্যক দ্যুতি সংঘর্ষের অক্ষরে ভরে গেছে
বাতাসের গাম্ভির্যে হাঁসফাঁস করছে চিতার প্রতীক্ষা
আমরা এমনই এক যুদ্ধপ্রস্তুত রাজপথ ছাড়া
বাড়ি ফেরার সকল রাস্তা অবরুদ্ধ পেয়েছি।
মন্তব্য করুন