দুলছি ঢেউয়ে
হাহাকারমাখা চিঠির স্মৃতি যেমন দোলে
দীর্ঘশ্বাসে। ঢেউগুলো মেতে আছে অসীম নিরালায়
তীর্থলোভীদের পাড়ে আমার কাজ নেই
ছুটন্ত নদীর একাগ্রতাকে বুকে চেপে
অনাঘ্রাত পুষ্পের হৃদক¤পন কিংবা কৈশোর ও ঘুঘুদুপুরের
মাতাল করা গন্ধে দুলছি কালের জলে আদিপ্রেমতাড়না!
তৃণাগ্নির ভ‚মিপ্রেম কিংবা স্মৃতির ভাঙাবাড়ী থেকে
শ্রাবণ- আশ্বিন যদি মেঘে মেঘে টাইগারের মেতা
লাফাতে লাফাতে মাঠে-বাটে বিষাদ ঝরায়- কেউ করো না বারণ
আমি সব বিষাদকে বুকে চেপে বিষন্ন মানুষের উদ্বেগকে জড়িয়েছি কম্বলে
আর যন্ত্রণার মুদ্রাগুলো মুঠোয় পুরে বোধনজলের ঢেউয়ে
মজে আছি মজে আছি
এবার ফানার নিঃসীমতায়
খুজে নেবো আমার মাঝে পৃথিবীর প্রাণ।