নির্জন রাতগুলো অপার্থিব আলোর উৎসবে কাটিয়ে দিতাম
আমার ভিতরের আমিকে নিয়ে
একদিন সে হারিয়ে গেলো
তাকে খুঁজতে নেমে গেলাম
আত্মার বীভিষিকাময় অন্ধকার গহবরে
তৎক্ষণাৎ চারটি সাপ ফুসফুস করে ফণা তুললো
একটি সাপ লাল, আগুনের জিহবার মতো
একটি সাপ কালো, দাজ্জালের চোখের মতো
আরেকটি সাপ ইবলিসের রোমশ হাতের মতো সটান হয়ে
বিষাক্ত নিঃশ্বাসে ছড়িয়ে দিচ্ছে দুজখের যন্ত্রণা
দেখলাম নদী ভাঙনের ফাটলের মতো আমার ভেতরটি
দু’ভাগ করে বেরিয়ে এলো কয়েকটি ভয়ের ড্রাগন
নির্লজ্জের মতো বেরিয়ে এলো সীমাবদ্ধ উঁদ
তাদের বিকট ভেংচির মুখেও আমি
গহবর থেকে বেরিয়ে আসিনি
আলকাতরা অন্ধকারে বিশ্বাসের জয় লিখে
রক্তের পিপাসা সেই আমার আমির খোঁজে
ইবলিস, জল্লাদ, বেশ্যা আর আগুনের বিরুদ্ধে
ছুড়ে দিলাম সত্তার অমীয় জকিরি
হারানো আমির নৃত্যে মেতে উঠলো রাতের হৃদয়।