সমস্যা এটাই নয় যে, আমরা দড়িকে গলায় ঝুলিয়েছি
সমস্যা হলো,সাপকে দড়ি ভেবেছি!
কিন্তু আসল সমস্যা আরো গভীরে।
আমরা বলতে পারছি না,সাপ আসলে কী?
কেউ বলছি, সাপ বহুবর্ণে চিত্রিত সুন্দর!
কেউ বলছি,সাপ নরোম দেহের এক গতিশীল মায়াবিতা!
কেউ বলছি, সাপ মানেই সাহস ও উত্থান!
কেউ ভাবছি, সাপমাত্রই প্রতিপক্ষ, দেখামাত্রই হত্যা!
আমরা যার যার দাবি নিয়ে ঝগড়া করছি,এটাই সমস্যা নয়।
ঝগড়ার ভেতরেই গলার দড়ি আমাদের
শ্বাসরুদ্ধ করছে এবং দংশন করে চলছে!
সমস্যা হলো, আমরা বিতর্ক করছি জেতার জন্য।
কিন্তু কীভাবে মরে যাচ্ছি, খেয়ালই করছি না!
মন্তব্য করুন