তারা তোমাকে পাথর দিয়ে মারে
ধারালো পাথর, টুকরো টুকরো, ছোট, বড়!
শত শত, হাজার হাজার পাথর
তারা নিক্ষেপ করে তোমার বুকে, মুখে, হাতে, পায়ে!
তোমার ঘর নেই
দাঁড়াবার নেই পাটাতন
তোমার বন্ধুদের অনেকেই পাথরবৃষ্টি দেখে পালিয়ে গেছে
কেউ আবার পাথর হয়ে আছড়ে পড়েছে তোমার মাথায়!
তুমি এক নাছোড়!
পাথরের ঢেউয়ে ঢেউয়ে চলছো উজান!
শরীরে পুড়ছে ব্যথা, মনে জ্বলছে প্রত্যয়!
সে তো অনেক আগের গল্প। তারপর বয়ে গেছে অনেক ঝড়-বৃষ্টি, গ্রীষ্ম, বসন্ত …
যে বন্ধু তোমাকে
ছেড়ে গিয়েছিলো অবহেলায়-
আগামিকাল সে
তোমার ঘরের পাশ দিয়ে
হেটে যাবে।
দেখবে অনিন্দ্য পাথরে গড়া ঘর, ছবির মতো। সুদৃঢ়, সুন্দর।
ঘরের মালিক তুমি, পাথরের বেঞ্চে বসে পড়ছো কুরআন!
তোমাকে সে প্রশ্ন করবে, অতীতের আহত হে বন্ধু আমার!
কোথা থেকে পেলে এই অবাক প্রাসাদ!
তুমি জবাবে হাসবে,
বলবে, সেই সব পাথর, যা থেকে তুমি পালিয়েছিলে…
আমাকে মেরে ফেলতে নিক্ষিপ্ত পাথরগুলো কুড়িয়ে কুড়িয়ে আমি প্রাসাদ গড়েছি!
বন্ধুটি তোমার পাশে দাঁড়াবে
প্রাসাদকে পেছনে রেখে
একটি সেলফি তোলার জন্য!
মন্তব্য করুন