ডানদিকে সূর্যোদয় আর বামদিকে সূর্যাস্থ নিয়ে
পাখিটি চঞ্চু ঘষে মেঘের মিনারে
বর্ণিল ডানার ঢেউ প্রসন্ন নীলাকাশ থেকে
ছায়া ফেলে অমলিন বনে-উপবনে
ডানার বিক্ষেপে তার দিন-রাত্রির সীমা
কান্না-হাসি জন্ম-মৃত্যুর বৃষ্টির পানিতে ভিজে
হয়ে যায় হিরন্ময় সাধক আয়াজ
চিরন্তন আত্মার পাখি
অবিরাম তোলপাড় করে শূন্যের বিস্তারে
অতলান্ত সময়ের স্রোতে ঢেউ খেলে ছুটে তার মধুময় গান
তৃষ্ণার্ত হরিণীর মতো কিছু গান হৃদয়ে তুলে
উত্তপ্ত মর্ত্যকে আজ
ডাক দিই আমার হৃদয়ে।