পরদেশী দাঁড়াও
বিরহী নদীর তরে রাখো মেঘের খামে
এই বনতরু সুবাস
নতুবা আষাঢ়ী ঝিলে শিংয়ের কাটার ভয়ে
রোদ্দুর চলতরহিত থেকে যাবে!
শিংয়ের সাথে নদীর সংযোগ
প্রাণ থেকে প্রাণ
ব্যাঙের সংগীতে বৃষ্টির মিতালী!
মেঘের ফেরেশতার তুড়ি
উন্মাদ করে তুলে সৃষ্টির স্নানাবেগ
প্রাণের পরশে মৃত প্রান্তরেও
জেগে উঠে জীবনের কোলাহল
তোমার লাবণ্যে যে বিদ্যুৎ
বৃষ্টির আকাশ আমার চোখে
কলকল ঢেলেছে তার সাতটি সাগর
তবে কার হবে জয়?
ও নদী! এসো বৃষ্টিতে মাতি, বৃষ্টি নিয়ে মাতি
আকাশ ভেঙে বাজছে প্রেমের হ্রেষা
বৃষ্টি কালো, বৃষ্টি ধলো
আমার চুমোর কফিতে কালো বৃষ্টি আর ধলো বৃষ্টিতে
টগবগ করে ফোটে আয়ুর আয়াত
তাদের ধূয়ায় উড়ে পুলকিত ময়ূর
ময়ূর পুচ্ছ ঝাড়ে
উতলা নিসর্গে শব্দেরা দল বেঁধে ছুটে
সুগভীর পিপাসা নিয়ে উপকূলে!
ও মেঘ! বর্ণাঢ্য শব্দে ঢালো তোমার নির্যাস।