রাতের প্লাটফর্মে শোনো পৃথিবীর গোঙানী
বুকে তার শতাব্দীর কুঠিল কুকুর
হানে ক্রমাগত গোখরোছোবল
চোখে মুখে দাউ দাউ শ্মশানরে যন্ত্রণা নিয়ে
শান্তির বলয় থেকে নির্বাসিত পৃথিবীটি
অসুরীয় তমসার তলে তড়পায়
কোথায় স্টেশন তার মানবিক রোদে?
কোথায় প্রশান্তি তার সূর্যসুদ্ধিস্নানে?
কোথায় মুক্তি তার আলোকিত ভোরে?
প্রশ্নগুলো বেজে ওঠে গানের পাখির কণ্ঠে
যে পাখি রাতভর জনপদে করে হাহাকার!
প্রমত্ব কুকুরগুলো হত্যা আর ধ্বংস নিয়ে ছুটে পথে পথে
তাদের করাতী দাঁতে প্রেম আর জীবনের ছিন্নভিন্ন বুক
রজনীর তৃতীয়যামে ঝুলন্ত চাঁদের ক্রন্দনেও
চর্বনের শব্দ শুনা যায়!
এখানে কালের পাখি আর কেঁদো না
এখনি মানুষ দেবে যুদ্ধের ডাক।