পাখির গানের মাধুরিমা
বুকের পাখায় চুমুর মতো রইলো লেগে
গোলাপ-কোমল ব্যথার পালক
রাত্রি জেগে হাওয়ায় উড়ে, প্রশ্ন করে-
কেমন আছো?
চাঁদের সাথে জড়িয়ে থাকা প্রহরগুলো
কিংবা যখন সওয়ার ছিলাম দীর্ঘশ্বাসে
মদির সময় উঠতো ভরে স্মৃতির লাশে
সে লাশ এখন সোনার জোনাক,পেখম দিয়ে প্রশ্ন করে-
কেমন আছো?
বনময়ূরি নাচছে যখন মায়ার মাঠে
তুমি তখন শানাও নিপুণ কালের করাত
করাত যখন চিরে, ছিঁড়ে, রক্ত ঝরে
ঝরা রক্ত প্রশ্ন করে-
কেমন আছো?
এই তো আছি মুণ্ডু হয়ে অসির মাথায়
কাটা মাথা ফুটন্ত এক রক্তগোলাপ
তার সুবাসে হঠাৎ, কাচের দৃষ্টি ও মুখ
হৃদয়টাকে বলতো যদি-
কেমন আছো?