এখানে মৃতদের মুখের সারি
এখানে তৃণাগ্নি, রুরোদ্যমেঘ
এখানে ফালাফালা উর্বরতা
মার্চপাস্ট করে ছুটছে উত্তরাধুনিক পল্টনে
প্রাকৃতিক দোয়েলী পিঞ্জর
ভাঙছে উন্মত্ত ডানায়
সিদ্ধরমনীরা উনুন থেকে লাফিয়ে পড়ছে শিল্পের সহবাসে
কোথায় খা খা ক্রোধ, আণবিক পুরোহিত?
দেখো দেখো সাগর পেরিয়ে আসছে অনাঘ্রাত সভ্যতা
ঢেউয়ের জৌলুসে প্লাবন ওঠে সবুজ পল্লবে তামাটে চরের
তারপর বিক্ষোভ হবে চন্দ্রপ্ল্যাকার্ড হাতে হাতে
এখানে সুসজ্জিত বিক্ষোভ লাঙ্গলের ফালের মতো চকচকে
এখানে উত্তাল জ্যোৎস্না বারুদের তেজের মতো লেলিহান
এখানে গণগণে হাওয়া গর্জমান কালের রোদনে
ধর্ষিতার চোখ ফেড়ে বেরিয়ে আসছে মহাপ্লাবন
গেরিলার বুকের ভেতর দ্রিমদ্রিম করছে বিজয়ের চিৎকার
কোকিলের রণসঙ্গীতে জ্বলন্ত বসন্ত
পাতার পতাকা উড়িয়ে
গীতিকাব্যের নদীগুলো উদ্বাস্তু শিবিরের মতো হাহাকার করে শুধু
ইথারের ধ্বনিপুঞ্জ দ্রোহের অগ্নস্নিানে ঝলসে উঠতে চায়
সভ্যতার বিক্ষোভে এখানেই তাহলে
ক্ষুধার্ত পৃথিবীর হোক খাদ্য পরিপাক।