মৃত্যু একটি চিঠি দিয়েছে
অপরূপ হাতের লিখন
সেই চিঠি এই মন করেছে হরণ
কিছুই লেখেনি তেমন
শুভেচ্ছা জানিয়েছে আর
বলেছে- আমাকে তোমার
জন্মের অধিক প্রয়োজন
কেন? কেন? বলে যেই
প্রশ্ন করি তারে
মৃত্যু তার বুক খোলে দেখায় আমারে!
আমি তো অবাক!
আহা! এ কোন মরণ?
বুকে তার জীবনেরও বেশি আয়োজন!