যাও, সাগরে সাঁতরাও,
একটি পশমও যেন ভিজে না পানিতে!
মানলাম
যাও, আগুনের মধ্যে সংগীত গেয়ে চলো
তোমার সুরে যেনো হৃদয়ের বোশেখ নেমে আসে
মানলাম
যাও, লড়ো গিয়ে নেকড়ের সাথে
তোমারই অরণ্যে বসে যে চিবুয় তোমাকে
মানলাম
যাও, তোমার স্বপ্নকে রেখে দিলাম দৈত্যের নোখে
তার থেকে ছিনিয়ে আনো আপন তন্তু
মানলাম
কিন্তু যখন বললে সকল দিকে ব্যাপ্ত আমাকে নিজেই খুঁজে নাও
মানলাম না!
তুমিই আমাকে তোমার করো
লুকিয়ে নাও চাঁদচেহারায়!