তুমি আমাকে প্রতিদিন ছুঁড়ে মারছো
এক মৃত্যু থেকে আরেক মৃত্যুতে!
আমার আনন্দরোলে অরণ্যের ধারে গাইছে
কালের মুনিয়া !
আমাকে দুঃখ দেবে ?
দুঃখকে আমি অনুগ্রহ নামে ডাকি
তাড়াবে আমাকে ?
বিরহের হৃদয় থেকে আমি আবিস্কার করি গোপন আনন্দ
যদি আমাকে শাস্তি দিতেই হয়, তাহলে তোমাকে দাও
তুমিই আমার একমাত্র শাস্তি এবং পুরস্কার