তিমির বুকে ডুব দিয়ে রই
এই ই ভালো
তোমরা কেনো আবার দুঃখের
আগুন জ্বালো
তোমরা কেন আমার ঘরে
জ্বালছো বাতি
সঘন তিমির চাই যে আমি
দুহাত পাতি
চাই যে আমি লুকিয়ে থাকা
আঁধার বুকে
দগ্ধ হৃদয় আলোয় দেখে
ফেলবে লোকে!
তিমির বুকে ডুব দিয়ে রই
এই ই ভালো
তোমরা কেনো আবার দুঃখের
আগুন জ্বালো
তোমরা কেন আমার ঘরে
জ্বালছো বাতি
সঘন তিমির চাই যে আমি
দুহাত পাতি
চাই যে আমি লুকিয়ে থাকা
আঁধার বুকে
দগ্ধ হৃদয় আলোয় দেখে
ফেলবে লোকে!