কোনো শব্দ নেই শুধু কর্কশ হিসাব
শস্য খনিজ শ্রমিক যে যত চায়
বিশ্বপ্রসাদ হিম হয়ে গেছে প্রতিভায়
করুণ অংকে শুধু ভরে ওঠে কালের কিতাব
দাসদের রক্তে কলম লিখছে
প্রভুর ইচ্ছে
গ্লোবালাইজেশন স্বর্গের ফ্যান
হাওয়া দিচ্ছে।
প্রভু বলেন এটাই পৃথিবী, আমার
শাসনে শান্তি
রক্তাক্ত হাত দ্বীপ্তসূর্য, আবশ্যক
আমার এই কান্তি।