এসো
রাত্রির ব্যাকরণ ভেঙে ফেলি
নিদ্রার অরণ্যকে একটি উত্তাল সমুদ্র বানিয়ে দেই
সমুদ্র বেদনার মতো উদ্দাম
সান্নিধ্যের মতো প্রগাঢ়
প্রার্থনার মতো অতল
বিশ্বাসের মতো স্বচ্ছ
আজ রাতে বিস্তর
সমুদ্রে করবো অবাধ বিহার
রাত্রি একটি পাথরের মতো
নিচে যার পদানত মাটি
যারাই রাত্রির কাছে আত্মসমর্পণ করে হারমানা সৈনিকের মতো
নিজের সত্তাকে তারা মাটি করে দেয়
নিজের সত্তাকে যারা কবুতরের কাছে লজ্জিত করে দেয়
জীবনের যুদ্ধাস্ত্র তারা পেতে পারে না
মানুষের বীরত্বকে যারা রাতজাগা চাঁদের কাছে কলঙ্কিত করে দেয়
অন্ধকার ঝুপড়িতে তারা মুখ গুজে শুয়ে থাকুক।
দ্যাখো
আকাশ থেকে রহস্যের বৃষ্টি ঝরছে
বৃক্ষের পাতা-পল্লব মোহমুগ্ধ নৈশব্দে কী ব্যাকুল বিনয়ে নিবিড়
সুরাই উপুড় করা শরাব নিজ হাতে ঢেলে দিচ্ছেন সাকি –
কারা তৃষাতুর?কারা তৃষাতুর?
মুসা আল হাফিজ!
সময় চলে যায়
ওঠো জেগে,
ঝংকার তুলে জেগে ওঠো
তোমার বিমুগ্ধ ঠোটে খেলুক বিদ্যুৎ
মৃত্যু থেকে উত্থানের ফলে।