গভীর গভীর মনোহর
গভীর গভীর ঐন্দ্রজালিক
আমার মা
মহামানবের শান্তির পতাকার মতো শ্বাশ্বত
মৃত্যুহীন, প্রশান্ত
আলোসমুদ্রে মায়ের চোখ
ঈভের ঐশ্বর্যের প্রতিবিম্ব
মা- সনাতন সত্যের দুধে আল্লার মমতা
মা- পৃথিবীর ভয়ার্ত কোকিলের নিকুঞ্জনিরাপদ
মা!
মা!
মা!
ফেরেশতাদের এই আর্তনাদের অহংকার নেই
আছে আমার
আমারই তলোয়ার
যা দিয়ে লড়ি
সিজারের মতো ছিন্ন করি পরাজয়প্রস্তুতির বুক
ভ্রান্তির বাক কিংবা ছদ্মবেশী মৃত্যুর ছক
মা।
বস্তি-বধ্যভূমি উদয়াস্তে হৃদয়ের আওয়াজ
তারই রহস্য উচ্চারণ করছি, দোলছে আকাশ
দেবতা লুটিয়ে পড়ো, লুটিয়ে পড়ো
উজ্জীবিত যৌবন
মা।
সভ্যতার শস্যমাঠে স্বপ্নের সাঁতার
ডান দিয়ে মমতার জল আর
বামে শুধু অফুরন্ত মহিমা