আলো ও আগুনের মধ্যে অধিক উজ্জ্বল বলে আগুনকে গর্ভে নিয়ে
মেয়েটি হয়ে গেলো আগুনের মা!
আগুনের মা আগুনরে জড়িয়ে ধরে শান্তির বালিশে ঘুমায়
আগুনের ঘুম আসে না
ছটফট করে
আগুনরে বুকে তুলে নেয় আগুনের মা
গান গায় আমার আগুন যেন ‘থাকে দুধে-ভাতে’
দুধে ভাতে থাকতে থাকতে আগুন হলো যুবক
তাকে বলা হলো স্বপ্ন পুরণ করো, ‘জ্বলে উঠো আপন শক্তিতে’
মায়ের স্বপ্ন পুরণ করবে বলে
মায়ের বুকেই আগুন প্রথমবার জ্বলে উঠতে চায়
মায়ের বুকে আগুন যখন জ্বলে উঠলো
মা বলতে কেউ আর রইলো না
আগুনের দেহটাও পুড়তে থাকলো আগুনে!
আমরা আপন তেজে জ্বলে উঠা আগুনকে
অভিনন্দিত করতে করতে আগুনের পাশে বসে শরির শুকালাম!