যে পৃথিবী মদভরা, সে পৃথিবী এই
যে পৃথিবী গানভরা, সে পৃথিবী এই
আনন্দ ও নৃত্যময় গাছ-ঘাস এই
তুমি দেখো নেই!
আহা, কেন নেই?
যেই
তুমি নেই বলো, হতে থাকে নেই
বলো আছে বলো আছে বলো আছে
আছে-
বসন্তের পাতাফুল শীতাহত গাছে!
যে পৃথিবী মদভরা, সে পৃথিবী এই
যে পৃথিবী গানভরা, সে পৃথিবী এই
আনন্দ ও নৃত্যময় গাছ-ঘাস এই
তুমি দেখো নেই!
আহা, কেন নেই?
যেই
তুমি নেই বলো, হতে থাকে নেই
বলো আছে বলো আছে বলো আছে
আছে-
বসন্তের পাতাফুল শীতাহত গাছে!