আমার রোগের চিকিৎসায় এসে
সব ডাক্তার রোগী হতে থাকলো
তারা বললো, কেউ আমাকে হত্যা করে পালিয়েছে
আমার লাশ ভূতুড়ে গোরস্থানে না গিয়ে
বড়সড় এবং ঝলমলে গোরস্থানের খোঁজে এসে
হাজির হলো এই মহানগরে!
আমি জুতো ছাড়া নগরীতে পা রাখলাম প্রথম শিশুর মতো
প্রথম পদক্ষেপেই একটি তোরণ খুলে গেলো
অবিশ্বাস্য আকর্ষণ দিয়ে সাজানো চারপাশ!
কিন্তু ভেতরে দোজখ, ভয়াল, ভূতুড়ে
আমি ভূতুড়ে দোজখ থেকে ভূতুড়ে গোরস্থানের দিকে ফিরে যাই
গোরস্থানে তত দিনে লাশদের ছেলে-মেয়ে উজ্জ্বল এক নগরী সাজিয়ে
ভিন্ন এক অপরূপ দোজখের তোরণ গড়েছে!
আমি পালাচ্ছি আবারো
দৌড়াচ্ছি তুমুল
আমি দৌড়াচ্ছি পুরনো নগরীর দিকে
যা ইতোমধ্যে গোরস্থান হয়ে গেছে!
তোমরা এই দৌড়ের রোগে ইতিনেতি ভেদ নিয়ে কেউ সক্রেটিস
কেউ হোমার, কেউ বুদ্ধ, কেউ ইবনে সিনা হচ্ছো
কেউ হচ্ছো আলেকজান্ডার, কেউ হালাকু
আমার দৌড়ের কোনো বিরাম হচ্ছে না!