এই ঘাড়ভাঙা দিনের চেয়ে ঘাড়ত্যাড়া রাতের মুখ ধারালো
এই পরাজিত জ্যোৎস্নার চেয়ে আকাশের রক্তবমি অনেক সঙ্গত
বর্ণবাদের বিজ্ঞাপিত এই সব দুধ নাসিকায় নিয়ে আসে নরবলির ঘ্রাণ!
যান্ত্রিক খামারে যদি শ্বেত এই গাভীর ওলান থেকে
আরো নামে উদ্বেল দুধ, আমি তার ফেনায় দেখি নিগ্রোর মুখ!
গামলায় দুধ জমে, হাসে
করুণ শতকগুলো দেশে দেশে কেঁপে উঠে দীর্ঘ দীর্ঘশ্বাসে!