ভষ্ম হলো দিবস, যেভাবে বজ্রপাতে পুড়ে যায় বৃক্ষের ডাল
ভষ্ম হলো রাত আততায়ী বিচ্ছেদের বারুদে
লাভানিঃস্রাবী সূর্যকে আমার তুষারঝড়ে নিভিয়ে দাও
তুহিন কুমেরুর তুষার পাহাড় আমার আগুনে গলিয়ে দাও
মৃত্যুকে পাকড়াও করে ইতিহাসের বিষুবরেখায় পুঁতে ফেলো
জন্মকে ব্যথাহত চক্রবালে অশ্রুমুক্তোয় মিলিয়ে দাও
পৃথিবীতে থাকবে শুধু অথৈ প্রেমালাপ
যেখানে প্রেম নেই, ঝরে পড়ো বিষাদের ফুল
যেখানে প্রেম নেই, লুপ্ত হও গুমড়া আকাশ
যেখানে প্রেম নেই, ছিন্নভিন্ন করে ফেলো প্রেতায়িত চাঁদ
যেখানে প্রেম নেই, পশুত্বে সমাচ্ছন্ন মিথ্যার পৃথিবীকে
পদাঘাতে হাবিয়ায় ছুঁড়ে ফেলো
যেখানে প্রেম নেই, সৃষ্টি করো নতুন পৃথিবী
সেই পৃথিবীর জন্য আমি মত্ত আদিঅন্তে ছুটি
শামসের মুখে আহা আছে যার দীপ্ত মুখোচ্ছবি!