ও পিতা!
ইউসুফের রক্ত ঝরিয়েছে তার ভাইগণ
নেকড়ের কোনো দোষ নেই!
ও ইউসুফ!
এরা তোমারই ভাই
যদিও নেকড়ের অধিক!
তোমাকে শেষ করার
আয়োজনে হয়তো
রয়েছে মহাশুরু!
যাও,
মৃত্যুকূপের অন্ধকারে
আছে মিসর জয়ের চাবি!
ও পিতা!
ইউসুফের রক্ত ঝরিয়েছে তার ভাইগণ
নেকড়ের কোনো দোষ নেই!
ও ইউসুফ!
এরা তোমারই ভাই
যদিও নেকড়ের অধিক!
তোমাকে শেষ করার
আয়োজনে হয়তো
রয়েছে মহাশুরু!
যাও,
মৃত্যুকূপের অন্ধকারে
আছে মিসর জয়ের চাবি!