গরুটি দীর্ঘসময় তোমার দিকে চেয়ে থাকে,
করুণ চোখ – তার ঘাসে বিষ!
তোমার দিকে চেয়ে থাকে কাক ও কচ্ছপ
- তাদের আবাসে বিপদ
চেয়ে আছে সজারু ও জারুল
পারুল ও পায়রার
অসুখী মন আর ভাঙ্গাচোরা চোখ!
তোমার দিকে ভয়ে ভয়ে তাকায়
হাবিল-কাবিল
খুনি ও নিহত
তোমার মুখের হাসি দেখে কেঁপে উঠছে
সাপ
বান্দর
ডায়নোসর
পাথরযুগ
রূপকথা
তারা তোমার হাসিতে কী যে দেখতে পায়?
তারা তোমার হাসিতে কী যে দেখতে চায়?
মরানদী তোমার থেকে পরিত্রাণ চাইছে
মরাঅরণ্য তোমার থেকে পরিত্রাণ চাইছে
বধ্যভূমি তোমার থেকে পরিত্রাণ চাইছে
দোজখের গর্ত তোমার থেকে পরিত্রাণ চাইছে
ও সুতনু সাম্রাজ্যবাদ!
ও বাহারী লাস্যময়ী!
তোমাতে তারা কী দেখতে পায়, যা আমি দেখি না?
হায়রে দেখি না আমি কোন সে তোমায়?
মন্তব্য করুন